ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। চা বিরতির পর এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত।
৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাকির হাসান ও সাদমান ইসলামের ব্যাটে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। জাকির ৩৩ ও সাদমান ২৪ রানে ব্যাট করছেন।
এর আগে, তিন উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমান গিল ও রিশাভ পান্ট। প্রথম সেশন নির্বিঘ্নেই কাটান দুজন। এরপর দ্বিতীয় সেশনে দুজনেই পান সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত ১০৯ রানে পান্ট আউট হলে ভাঙে গিলের সঙ্গে তার ১৬৭ রানের বিশাল জুটি। চার উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ১৯ বলে ২২ রানের ক্যামিও খেলে কেএল রাহুল ও ১১৯ রানে গিল অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৫১৫ রানের লক্ষ্য।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৯ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি