তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বসু দত্ত চাকমা জানান, গত মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক মাদক কারবারির নাম জামাল মিয়া, তার পিতার নাম মো. কনা মিয়া, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে।
র্যাব জানায়, আটক জামাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে আসছিল সে।
গতকাল মঙ্গলবার জব্দকৃত গাঁজা, পরিবহনের জন্য গাড়ি আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।