বৈশ্বিক করোনা মহামারির ছোবলে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতায় বিশ্বের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী এক অকল্পনীয় খাদ্য সঙ্কটে পড়তে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিগত ৫০ বছরে যার কোনো নজির দেখেনি বিশ্ব। গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সতর্ক বার্তা দেন।
তিনি বলেন, করোনাভাইরাসের মহামারির প্রেক্ষিতে আসন্ন অর্থনৈতিক মন্দা দরিদ্রদের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ফেলেছে। এরফলে, তারা নূন্যতম পুষ্টিচাহিদা থেকেও বঞ্চিত হতে চলেছে। এই মুহূর্তেই জরুরি পদক্ষেপ না নেওয়া হলে, বিশ্বের কোটি কোটি পূর্ণবয়স্ক মানুষ এবং শিশু এক ভয়াবহ খাদ্য সংকটে পড়তে চলেছে। আসন্ন খাদ্য সঙ্কট মোকাবিলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সঙ্কট মোকাবিলায় সকল দেশের সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে আসন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বলেছে জাতিসংঘ। পাশাপাশি গরীব মানুষের জন্য সামাজিক সুরক্ষা বলয় শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি পড়েছে মন্দার ঘেরাটোপে। দেশে দেশে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির প্রবণতা। অন্যদিকে, কৃষিকাজ,খাদ্য পরিবহন এবং সংরক্ষণের নানা পর্যায়কে বাধাগ্রস্ত করছে কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে নেওয়া নানাবিধ সতর্কতামূলক পদক্ষেপও। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আশঙ্কা মোটেও অমূলক নয়।