জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকে ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ মে) সন্ধ্যায় টোকিওতে অ্যাবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন হবে, সেগুলো হলো- মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প-১, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন-১), সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প-২ ও জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প (ফেজ-২) ।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন দু’দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এসময় বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার জন্য অ্যাবেকে ধন্যবাদ জানান। এসময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন জাপানি প্রধানমন্ত্রী।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক সহায়তার আশ্বাস দেন অ্যাবে। রোহিঙ্গা সংকটের সমাধান তাদের নিরাপদ প্রত্যাবাসনের মধ্যে রয়েছে তা জাপান বুঝতে পেরেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে কাজ করতে হবে।
জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ মোট ১ হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই নতুন উন্নয়ন সহায়তা চুক্তি সই হলো।