বিনোদন ডেস্কঃ হলিউডের অভিনেতা জনি ডেপকে ২৫ বছর পরে পরিচালনায় ফিরতে দেখা যাবে। ইতালীয় শিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানিকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন তিনি। ছবির নাম ‘অ্যামেডিও মোডিগ্লিয়ানি’।
সম্প্রতি হলিউডের এক প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপ ও প্রবীণ অভিনেতা আল পাচিনো একত্রে সিনেমাটি প্রযোজনা করবেন। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এমনকি জনি নিজেই এতে অভিনয় করছেন কি না সেটাও নিশ্চিত নয়।
প্রতিবেদন জানা যায়, জনি তার প্রযোজনা সংস্থা ইনফিনিটাম নিহিলের ইউরোপীয় শাখা আইএন্টু-এর জন্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আল পাচিনো এবং ব্যারি নিভিডি এই সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন। সেখানে আরো বলা হয়েছে, আগামী বছরের বসন্তে ফ্রান্সে সিনেমাটির কাজ শুরু হবে। এ বছরই কোনো এক সময় এর অভিনেতা-অভিনেত্রী নির্বাচন হবে।
সিনামটির মুল উদ্দেশ্য অ্যামেডিও মোডিগ্লিয়ানি এবং তিনি একজন ইতালীয় চিত্রশিল্পী, যিনি কিনা মৃত্যুর পর খ্যাতি পেয়েছিলেন। জীবদ্দশায় তিনি শিল্পের কদর পাননি। আর তাই নিজেকে ব্যর্থ মনে করতেন এই শিল্পী।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্রেভ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন জনি ডেপ। এরপর আর পরিচালক হয়ে কাজ করেননি তিনি।