ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬৮, ঢাকা উত্তর সিটিতে ২৫৯, ঢাকা দক্ষিণ সিটিতে ২৪৮ ও খুলনা বিভাগে ১৩৫ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ এবং রংপুর বিভাগে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত একদিনে সিলেট বিভাগের হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। সেখানকার হাসপাতালে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুতে তৃতীয় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এই বয়সী ১০ হাজার ৩৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সী ৩১ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম