প্রথম ম্যাচে হারের পর শঙ্কা জেগেছিল। তবে পরের দুই ম্যাচে সব শঙ্কা উড়িয়ে দিলো পাকিস্তান। শেষ ও তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিলো মোহাম্মদ রিজওয়ানের দল। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো পাকিস্তান।
রোববার (১০ নভেম্বর) পার্থ স্টেডিয়ামে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানি পেসারদের তোপে ৩১.৫ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে দুই উইকেট হারালেও ১৩৯ বল আগেই খেলা শেষ করে পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ২০ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে ৭ রানে ফেরান নাসিম শাহ। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।
শীর্ষ ৭ ব্যাটারের মধ্যে কেবল ম্যাথু শর্ট (২২) এবং অ্যারন হার্ডিই (১২) দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। তাতে ৮৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে অজিরা। শেষ দিকে দলের মান রক্ষা করেন শন অ্যাবট। ৪১ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন এই লোয়ার অর্ডার ব্যাটার।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। আগের ম্যাচের নায়ক হারিস রউফ নেন ২ উইকেট। ১ উইকেট ঝুলিতে পুরেন মোহাম্মদ হাসনাইন।
জবাব দিতে নেমে আব্দুল্লাহ শফিক এবং সাইম আইয়ুবের ব্যাটে ভালো শুরু পায় পাকিস্তান। দুজন মিলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। সাইম এবং শফিক মিলে ৮৪ রানের জুটি গড়েন। সাইম ৪টি চার ও ১টি ছক্কায় ৫২ বলে ৪২ এবং শফিক ১টি করে চার-ছক্কায় ৫৩ বলে ৩৭ রান করে ফিরে যান।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৩০ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন বাবর। অন্যদিকে রিজওয়ান করেন ২৭ বলে ৩০ রান।
ম্যাচে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাথু শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে রউফই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। সেই সঙ্গে সিরিজজুড়ে তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানি পেসার।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম