বৃহস্পতিবার (৩ সেপটেম্বর) চট্টগ্রাম নগরীর লালখান বাজারে ২১ আগস্টে শহিদ হওয়া ব্যক্তিদের আত্নার রুহের মাগফিরাত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ইন্ধনদাতাদের শাস্তির দাবিতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন লালখান বাজার আওয়ামী লীগ ও অঙ্গসংঘঠন। ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক দিদারুল আলমের মাসুম এর সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি ছিদ্দিক আহমেদ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরি এবং বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আজম নাছির উদ্দিন। বক্তব্য প্রদানকালে আজম নাছির উদ্দিন বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধুকিসাৎ করে এদেশে পাকিস্তানি চেতনা কায়েম করার অপচেষ্টা চালিয়ে এসেছে। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন করেছেন। তাদেরকে বিভিন্ন ভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত বানিয়েছেন। এদেশে যাতে জাতির জনকের হত্যার কোন বিচার না হয় সেজন্য পাস করেছিলেন ইনডেমনিটি অধ্যাদেশ। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে যাতে জাতির হৃদয়ে প্রশ্নবিদ্ধ করে রাখা যায়, বঙ্গবন্ধুর মত এক মহীরুহ কিংবদন্তীকে নিয়ে জাতি যাতে বিভ্রান্তির বেড়াজালে বন্দি থাকে সেজন্য সকল ধরণের অপপ্রচার চালিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একে একে ১৯ বার অপচেষ্টা চালানো হয়েছে। ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নেত্রীকে হত্যার উদ্দেশ্যে চালানো হয় গ্রেনেড হামলা। আল্লাহর অশেষ রহমতে নেত্রীর ট্রাকে ছুঁড়ে মারা গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় তিনি বেঁচে যান। জন্ম থেকেই বিএনপি নামক দলটি এদেশে জঙ্গিবাদ,সন্ত্রাস ও হত্যার রাজনীতি কায়েম করে আসছে। তাদের রাজনীতিতে কোন নীতি নেই। তাদের রাজনীতি মিথ্যাচার আর বিভ্রান্তির রাজনীতি।
এতে আরো উপস্থিত ছিলেন, খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মমিনুল হক মোমিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ কাদের, আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম, শাহজাহান কোম্পানি, রফিক সওদাগর, সমীর কান্তি দে, মো. শাহজাহান, ওবায়দুল কায়েস, আব্দুল্লাহ হাসান পিকু, আলী আহমেদ, মো. আলী, শফিউল আলম বাবু, সুমন দেবনাথ ও ওয়াহিদুল আলম শিমুল ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রিদুয়ানুল কবির সজীব, মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর এর সভাপতি সাবেক ছাত্রনেতা গোলাম রসুল নিশান, এবং মহানগর ছাত্রলীগ নেতা আলী আজম সুজন সহ আরও অনেকে
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি