আসছে ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে বলেও জানিয়েছে ইসি।
আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন-চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা গণমাধ্যমে জানিয়েছেন, আইন অনুযায়ী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে অন্যান্য কাজ গুছিয়ে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৮ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি