আন্তর্জাতিক ডেস্কঃ এবার ২০২১ সালের নোবেল পুরস্কারটি গত ৪ অক্টোবর থেকে প্রকাশ করা শুরু হয়েছে। মোট ৬ টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। আজকে (১১ অক্টোবর) সর্বশেষ অর্থনীতিতে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণার মাধ্যমে নোবেল-২০২১ এর বিজয়ীদের তালিকা চুড়ান্ত হলো।
নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা ২০২১ঃ
পদার্থবিজ্ঞানঃ এবছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২১ হলেন- সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি।
পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে মানাবে এবং ক্লাউস ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।
নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসি পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য।
রসায়নঃ রসায়ন নোবেল বিজয়ী ২০২১ হলেন-জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রেরডেভিড ম্যাকমিলান।
অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।
চিকিৎসা শাস্ত্রঃ এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান।
ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্বে এবং আর্ডেম পটাপৌটিয়ান মেডিসিনে বিশেষ অবদান রাখায় এ পুরস্কার পেলেন। মানবদেহে তাপমাত্রা ও স্পর্শের রিসিপটর আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
অর্থনীতিঃ চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। এরা হলেন, কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের যশুয়া ডি অ্যাগ্রিস্ট এবং নেদারল্যান্ডসের গুইদো ডব্লিউ ইমবেন্স।পুরস্কারের মোট অর্থের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। আর বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন অ্যাগ্রিস্ট ও গুইদো ইমবেন্স।
প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবহারের মাধ্যমে অর্থনীতিবিদ ডেভিড কার্ড শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করে অর্থনীতির এই নোবেল পেয়েছেন। ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মের ওপর কী ধরনের প্রভাব ফেলে সে বিষয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুসন্ধান চালিয়েছেন তিনি।
সাহিত্যঃ সাহিত্যে নোবেল বিজয়ী ২০২১ হলেন – তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ।
তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ যুক্তরাজ্যে বসবাস করেন। লেখেন মূলত ইংরেজিতে। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১), এবং ডেজারশন (২০০৫)। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, উপনেবেশিকতার প্রভাব শরণার্থীদের ভাগ্যের বিষয়ে আপোষহীন থেকেছেন এই লেখক।
শান্তিঃ শান্তি নোবেল বিজয়ী ২০২১ হলেন – যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দমিত্রি মুরাতভ।
ফিলিপিন এবং রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতার পক্ষে “সাহসী লড়াই”-এ অবদান রাখার জন্য এই দুটি দেশের সাংবাদিক মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতফকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে।তাদের বিজয়ী নির্বাচন করা হয়েছে বাছাই করা ৩২৯ জনের তালিকা থেকে।