তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাপিড অ্যাকশন টিম (র্যাব ৯) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামে হানিফ মিয়ার বসতঘর থেকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুলাউড়াযর পৃথিমপাশা ইউপি গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) বসতঘরে অভিযান চালায় র্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি চায়নিজ কুড়াল, ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র্যাব- ৯।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমার সাথে যোগাযোগ করা হলে মোবাইলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হানিফ বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। হানিফকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।