সরকারি স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতিমালা অনুসরণ করে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ চার রুটে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর) বিমান চলাচল শুরু হবে।
বৃহস্পতিবার( ২৮ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক আদেশে এ কথা জানায়। একই আদেশে আন্তর্জাতিক রুটে সিডিউল পেসেঞ্জার ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়ছে।
এ নিষেধাজ্ঞা আগের মতোই বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।
তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলেও বেবিচক’র আদেশ উল্লেখ করা হয়েছে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি