দেশজুড়ে সকল সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে দুই ঘণ্টা। আগামী ১ জানুয়ারি থেকে তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলোতে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ওইদিন থেকে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। নতুন নির্দেশনা কার্যকর হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতদিন ধরে সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকতো।
আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩০ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি