পুলিশের পলাতক ও চাকরিচ্যুত ১৮৭ জন কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল হচ্ছে। ইতোমধ্যে পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব পুলিশ কর্মকর্তার নাম ও তাদের জাতীয় পরিচয়পত্র চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে পাসপোর্ট অধিদফতরে। এই চিঠি পুলিশ সদর দফতর থেকে নাম ও পরিচয়পত্র সংযুক্তসহ অধিদফতরে এলেই তা কার্যকর হবে।
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে অন্যতম- পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুনুর অর রশিদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার।
পাসপোর্ট অধিদফতর জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এসব কর্মকর্তা গাঢাকা দেওয়া কর্মকর্তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, এ কারণে তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থার অংশ হিসেবে পলাতক কর্মকর্তাদের নাম ও পরিচয়পত্র চাওয়া হয়েছে।
জানা গেছে, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন অর রশীদ। এখনও চাকরিচ্যুত নন পুলিশ সদর দফতরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে।
৫ আগস্টের আগে-পরে সংঘটিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় করা মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে। তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জালিয়াতির মাধ্যমে নেওয়া এই কর্মকর্তা তার অফিসিয়াল পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন। তার এই পাসপোর্টও বাতিল হয়ে যাবে বলে সূত্র বলছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম