মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী: আগামি ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে দুইদেশের প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ট্রেন যোগাযোগের উদ্ভোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার রেল মন্ত্রী নুরল ইসলাম সুজন চিলাহাটি পরিদর্শনে এসে এসব কথা বলেন। পরে তিনি রেলের যাবতীয় অবকাঠামো রেল পথ প্রকল্প নির্মান ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভোর্ধন স্থল ভি আই পি প্যান্ডেলসহ নানা প্রোগ্রামে স্থান ঘুরে ঘুরে দেখেন এবং আগামি ১৭ তারিখ রেল যোগাযোগ অনুষ্ঠান উদ্ভোর্ধন যাহাতে প্রানবন্ত হয় তার জন্য কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দেন।
এই সময় চিলাহাটি পরিদর্শন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন , সংরক্ষিত মহিলা আসনের এমপি, রাবেয়া আলিম, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোকলেছুর রহমান, বি,পি,এম, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক মামুনুর হক (মামুন), উপজেলা নির্বাহি অফিসার শাহিনা শবনম, সহকারি কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, রেল বিভাগের পাকশী ডিবিশনের-২ বিভাগীয় প্রকৌশলী পরিচালক আব্দুল রহিম,মাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রোকোনুজ্জামান শিহাব,ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সেন্ট্রাল কমিটির নেত্রী সরকার ফারহানা আক্তার (সুমি), ডোমার থানার তদন্ত ওসি বিশ্বজিৎ নাথ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরল হক, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (বকুল), ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর আলম বসুনিয়া রাসেল সহ গনমান্য ব্যাক্তিবর্গ ।