তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রতারণা, টাকা আত্মসাৎ, মানবপাচারের সাথে জড়িত পলাতক আসামি রেদওয়ান আহমেদ (রাহি) কে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেদওয়ান আহমেদ (রাহি) মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান এলাকার মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার তদন্ত কারী কর্মকর্তা এস আই মাহবুব জানান, গ্রেপ্তারি পরোয়ানাসহ বেশ কয়েকবার আসামির বাসায় খোঁজ নেন, কিন্তু তাকে তার বাসায় পাওয়া যায়নি। মামলার আসামি রাহি মুখে দাড়ি রেখে প্রায় ১৫ বছর যাবৎ ছদ্দবেশে পলাতক ছিলেন।
তিনি আরো জানান, মামলার আসামির বিরুদ্ধে, প্রতারণা, টাকা আত্মসাৎ, মানবপাচারের মত অসংখ্য অভিযোগ রয়েছে। টাকা আত্মসাৎ মামলায় আসামিকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয় এবং ঐ টাকা আত্মসাৎ এর মামলা এখনও দুদক দ্বারা পরিচালনা করছে।
আসামি সাধারণ জনগনকে বোকা বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে,সেই জায়গায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এর সাথে ছবি তুলে তাদের সাথে যে আসামির সখ্যতা রয়েছে তা দাবি করে ফেইসবুকে আপলোড করে আসছিলেন।
এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক বলেন, আসামি ১৫ বছর বিভিন্ন ভাবে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াচ্ছলো, কিন্তু শেষ রক্ষা হয়নি।