মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান খেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামে জ্যোতিষ বৈদ্য নামের এক ব্যক্তির ধান খেতে ধান কাটতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পায় কৃষকরা। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে স্থানীয়রা খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে অক্ষত অবস্থায় ধান খেত থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে সজল দেব জানান, উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১০ ফুট লম্বা ও ১৩ কেজি ওজনের সমপরিমাণ। সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিকেলে বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৪ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি