ইতালিতে মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে বলে ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।
খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা সিয়েনা প্রদেশের কোলে ভাল ডি’ইলসা নামক এলাকায় একটি মসজিদে সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
গ্রেফতারকৃতদের এবং তারা যেখানে অবস্থান করছিলেন সেই বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে নাৎসি বাহিনীর পতাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতরা মসজিদের একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরুর পরিকল্পনা করেছিল।
দেশটির ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ইমানুয়েল ফিয়ানো একটি লিখিত বিবৃতিতে এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, আমাদের সবারই সজাগ থাকা দরকার। উদীয়মান ঘৃণা-বিদ্বেষ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।