১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন মুশফিক। আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনকে তুলে মারতে গিয়ে লংঅনে দুর্দান্ত এক ক্যাচ হলেন মুশফিক। ১৩৫ বলে মিস্টার ডিপেন্ডেবল দেখা পান ক্যারিয়ারের দশম সেঞ্চুরির। ১৩টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরির ইনিংসটি সাজান মুশফিক। এর আগে ফিফটি পেয়েছিলেন ৬৯ বলে।
আজ সকালে মুমিনুল হকের বিদায়ের পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। সেঞ্চুরির আশা জাগালেও শেষ পর্যন্ত ৮৭ রানে কাটা পড়েন তারকা এই ক্রিকেটার। প্রথম দিন তাইজুল ইসলামের ৫ শিকারে আয়ারল্যান্ডের ইনিংস মাত্র ২১৪ রানেই গুটিয়ে যায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এরপর দিনের শেষ সেশনে জবাবে দিতে নামে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। বেলা শেষ হওয়ার আউট হয়ে ফেরেন দুজনেই। এরপর বাংলাদেশ ৩৪ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে। সেখান থেকে দ্বিতীয় দিন বাংলাদেশকে টেনে তোলার ভার ছিল মুমিনুল হক ও মুশফিকের কাঁধে। কিন্তু আগেরদিনের চেয়ে মাত্র ৬ রান বেশি করতেই মুমিনুলকে মার্ক অ্যাডায়ার বোল্ড করে দেন। সেই চাপে স্বাগতিকদের ভেঙে পড়তে দেননি সাকিব ও মুশফিক। দুজনেই মিলে গড়েন অনবদ্য এক জুটি। ফলে দিনের প্রথম সেশনের পুরোটাই ছিল বাংলাদেশের দখলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৬৯ রান করে তাদের ইনিংস শেষ করেছে। ফলে ১৫৫ রানের লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড ফের ব্যাটিং এ নেমে ১ উইকেটে ২ রান করেছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান