সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ বাংলাদেশি। বুধবার (০১ মে) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগরা প্রবেশপথে শ্রমিকবাহী গাড়িটির চাকা ফেটে যাওয়ায় তা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে চালকসহ মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক ছিলেন।
সাগরা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ১০ জন নিহত হয়েছেন। আহত ৭ বাংলাদেশির মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সৌদিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতোমধ্যে তাদের সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।’
বাংলাদেশি ওই শ্রমিকদের দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল বলেও জানান তিনি। তারা সবাই বৈধ শ্রমিক।
সূত্র : সময় নিউজ