দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বছরে প্রথমবার টেস্ট খেলতে নেমে বাংলাদেশ রীতিমত বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে সকালের সেশনেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভারে খেলতেই শেষ পরের ৪ উইকেট। ৪০.১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ।
মিরপুর টেস্টের এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে ১০৬ রান। এছাড়া সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডটাও বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭।
বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ ২৮ রানের জুটিটা আসে নবম উইকেটে, দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সৌজন্যে। ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে। কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও উয়াইন মুল্ডার নিয়েছেন ৩টি করে উইকেট। অন্য উইকেট পিটের দখলে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি