মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে সরাসরি সরকারের নির্ধারিত মূল্যে ধান ও গম ক্রয় করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান ও গম সংগ্রহ কমিটির সভাপতি (ইউএনও) অাজগর অালী’র নেতৃত্বে। ইতিমধ্যে উপজেলা খাদ্য গুদামে, সরকার নির্ধারিত মূল্যে তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে ধান ও গম ক্রয় কার্যক্রমের অাওতায়।
সরাসরি ধান ও গম ন্যায্যমূল্যে ক্রয় করছেন।
এই ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যঃ-ধান প্রতি কেজি-২৬ টাকা,গম প্রতিকেজি-২৮ টাকা দরে ক্রয় করা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে (ইউএনও) অাজগর অালী জানান,সরকার নির্ধারিত মূল্যে উপজেলা খাদ্য গুদামে সরাসরি তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে, অামরা ধান ও গম ক্রয় করছি। কৃষক ভাইদের মধ্যে যারা অাসতে পারবেন না, তাদের নিকট থেকে ফসল ক্রয় করতে অামরা তাদের দোরগোড়ায় যাবো। ইউনিয়ন বিত্তিক ক্যাম্পিং এর পরিকল্পনা অামাদের অাছে,তাই কৃষক ভাইদের বিভ্রান্ত না হয়ে- ৩১ অাগষ্ট ২০১৯ তারিখের মধ্যে সরকার কর্তৃক ধার্যকৃত ন্যায্য মূল্যে ধান ও গম বিক্রির অনুরুধ করছি।
এই বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বললে তারা জানান,অামাদের ফসল উৎপাদন ও বিক্রয় মূল্যে হিসাব মিলছেনা। তবে সরকারের এই প্রদক্ষেপ অনুযায়ী হোমনা উপজেলা প্রশাসন দালাল মুক্ত সরাসরি ক্রয় ব্যবস্থায় অামরা সন্তুষ্ট । এবং এ ধারা চলমান রাখার দাবী জানিয়েছেন কৃষক মহল।