মো.নাছির উদ্দিন-হোমনা(কুমিল্লা) প্রতিনিধি ।
কুমিল্লার হোমনায় দুর্ঘটনা রোধে যানবাহনের এলইডি লাইট অপসারণ ও হেডলাইটের ওপরি অংশে কালো কালির প্রলেপ লাগানো সপ্তাহ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাপ্তি চাকমা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হোমনা চৌরাস্তার মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটদল অংশগ্রহন করে । এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুইয়া, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম, তৈহিদুল ইসলাম সজন দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সাংবাদিককে বলেন,উপজেলায় সিএনজি অটো রিক্শা, ইজি বাইক,মটরচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের হেডলাইটের উপরের অংশে কালো কালির প্রলেপ দেওয়ার নিয়ম থাকলেও তা না মেনে যানবাহন চালানোর ফলে বিভিন্ন দুর্ঘটনার ঘটছে । তাই ওই সব তীব্র আলোর এলইডি ও হ্যালোজেন লাইট অপসারণ ও হেডলাইটের উপরি অংশে কালো কালির প্রলেপ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে সপ্তাহ ব্যাপী এ কার্যক্রম অব্যহত থাকবে । এ ছাড়া একই দিনে চৌরাস্থার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আল মদিনা মিষ্টি দোকানের মালিককে পরিচ্ছন্ন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এবং ভবিষ্যতের জন্য সাবধান করা হয়েছে ।