মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মিষ্টি দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী হোমনার চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে আল মদিনা সুইটসকে ৪০ হাজার টাকা ও বিসমিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করেন । ওজনে কম দেওয়া,পচা সিরকার মিষ্টি, অপরিস্কার- অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ওই দুই মিষ্টি দোকান মালিককে জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য পরিদর্শক মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মিষ্টি দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । রমজান মাসে খাবার ও ইফতারে ভেজাল প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে হোমনা উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।