মো.নাছির উদ্দিন-হোমনা(কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় বিরাজ করছে চোরাতংক, গত এক সপ্তাহে কয়েকটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে । ঘরের চালের টিন কেটে বা সিধঁ কেটে অভিনব কায়দায় এ চুরি সংগঠিত করছে একটি চোর সিন্ডিকেট । এতে নগদ টাকা সহ লাখ লাখ টাকার মালামাল হারিয়ে সর্বশান্ত দোকানের মালিকগন। এ নিয়ে হোমনা সদরে বিরাজ করছে চোরাতংক। গতকাল রাত বুধবার (২৮ আগস্ট) রাতে হোমনা চৌরাস্তা মোড়ে অবস্থিত সোহাগ ইলেকট্রনিক দোকানের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে দুধর্ষ চুরি সংঘটিত করেছে। এ সময় চোরেরা নগদ ১ লাখ ৭ হাজার টাকা সহ কম্পিউটারের সিপিও,১০টি ওয়ালটন মোবাইল সেট সহ প্রায় ২ লাখ ৫৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে । এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে হোমনা আদর্শ স্কুলে রোডে অবস্থিত ইউনির্ভাসেল কম্পিউটার দোকানের চালের টিন কেটে প্রবেশ করে দোকান থেকে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়, পরদিন শুক্রবার রাতে হোমনা কফিল উদ্দিন গালর্স স্কুলে মার্কেটের জ্যোতি মোবাইল পার্ক দোকানে সিধঁ কেটে নগদ টাকা সহ ১লাখ ৪৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে । শুধু তাই নয় হোমনা উত্তর পাড়ায় এক রাতে ৫ দোকানে চুরি সংগঠিত হয়েছিল।
সোহাগ ইলেকট্রনিক দোকানের মালিক মো. আরিফুল ইসলাম সোহাগ জানায়, বুধবার (২৮ আগস্ট)সন্ধ্যায় দোকানে তালা লাগিয়ে প্রতিদিনের মত বাড়ি চলে যাই। সকালে এসে দেখি ঘরের চালের টিন কাটা। খোঁজ করে দেখি ড্রয়ারে রাখা ১ লাখ ৭ হাজার টাকা, কম্পিউটারের সিপিও, ১০টি ওয়ালটন মোবাইল সেট, সিডি, ডিভাইস চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৭ হাজার টাকা। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি ,সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এসপি (হোমনা সার্কেল) মো. ফজলুল করিমসহ হোমনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ঘটনায় অভিযোগ পেয়েছি। নিয়মিত মামলা নিয়ে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেফতারে চেষ্টা চলছে ।