মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে কুমিল্লার হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ্, মৎস কর্মকর্তা কারিশমা আহমাদ জাকশি, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, পিআইও নাহিদ আহমেদ জাকির, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ।
জানা গেছে, ৫০ জন নিবন্ধিত জেলের মাঝে ২টি করে মোট ১০০ টি ছাগল বিতরণ করা হয়।