মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সাথে সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২১ আগস্ট) সকাল ১০টার দিকে তাঁর অফিস কক্ষে হোমনা প্রেস ক্লাবের সদস্য বৃন্দ নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, ছেলেধরা আতঙ্ক ও গণপিটুনী রোধে জনসচেতনতা সৃষ্টি,বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে সংবাদ কর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন। দেশের উন্নয়ন, অগ্রগতি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, মাদকের ব্যপারে কোন ছাড় নেই । সমাজ বিনির্মানে সাংবাদিকের ভুমিকা রয়েছে। সাংবাদিক তথ্যদিয়ে সহযোগীতা করবে প্রশাসন তা বাস্তবায়ন করবে । সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে । নকল মুক্ত পরিবেশে পরীক্ষা,আইনশৃংখলা নিয়ন্ত্রণ করে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আব্দুল হক সরকার, ও সহ সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি ফেরদৌস আবদুল্লাহ, সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি আমজাদ হোসেন সজল,সহ সভাপতি ও দৈনিক পূর্বাশা প্রতিনিধি উৎপল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক ও গ্রামবাংলার খবর এর প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক খবর ও বিজয় টিভি’র প্রতিনিধি আবুল কাশেম ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও দিন প্রতিদিনের প্রতিনিধি মোঃ আইয়ুব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আনোয়ার আহমেদ, সমাজকল্যান সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মোঃ তপন মিয়া সরকার, প্রচার সম্পাদক ও বাংলাদরশের আলোর প্রতিনিধি কবি দেলোয়ার , ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক অপরাধ তথ্যের প্রতিনিধি মোঃ এনায়েত উল্লাহ, ক্রীড়া সম্পাদক ও গ্রাম বাংলার খবরের স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান ভূইয়া, সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ রুহুল আমিন জুয়েল, সদস্য মানবাধিকার সম্পাদক রাসেল আহাম্মেদ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।