নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দড়িচর রয়েল আইডিয়েল স্কুল এন্ড কলেজের ২০২০ ও ২০২১ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা প্রতিনিধি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, অভিভাবক সদস্য মো.আবদুর রহমান, রাবিয়া বেগম, শিক্ষার্থী আয়েশা আক্তার প্রমুখ।
এরপরে জিপিএ-৫ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনীত নৃত্য ও মাদক ও ইফটিজিং বিরোধী নাটক অভিভাবকদের মনোযোগ আকর্ষন করে।