মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় বৃহস্পতিবার হোমনা থানার উদ্যোগে ওপেন হাউসডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমাদ (মেরী) এমপি বলেন সন্ত্রাসী, চাদাঁবাজ, মাদক ব্যবসায়ী ধর্ষণকারী , চোর- ডাকাতের স্থান হোমনার মাটিতে হবে না। পূর্বের কথা ভুলে সাবধান হয়ে যান অন্যায় করী যেই হউক তার কোন ছাড় নাই। তিনি আরো বলেন ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে ওসি (তদন্ত) কাজী নাজমুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, সহকারী পুলিশ সুপার (হোমনা- মেঘনা সার্কেল) মো. ফজলুল করীম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক সৈয়দ মো. ইসমাইল হোসেন, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা । উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আ’লীগের সভাপতি মো.আনোয়ার হোসেন বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মোশারফ হোসেন, প্রমূখ।
সভায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা ও দূর্নীতিতে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি) এর ভূমিকার প্রশংসা করা হয়। কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে নতুন কমিটি করার আলোচনা করা হয়।