মো.নাছির উদ্দিন-
হোমনা(কুমিল্লা)প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় শফিক(৩০) নামের একাধিক ডাকাতি মামলার আসামী সহ ডাকাতি, ধর্ষণ, অপহরণ, চুরির বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছে হোমনা থানা পুলিশ।
এলাকাবাসি সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার বেলা ১১টার উপজেলার দড়িচর গ্রামের মোঃ খোরশিদ মিয়ার ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী শফিক (৩০) কে কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী সিরাজ মিয়ার নেতৃত্বে আটক করে পুলিশে খবর দিলে পুলিশের এস আই মোঃ শফিউদ্দিন আহাম্মেদ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র এবং একটি দ্রুত বিচার আইনসহ মোট সাতটি মামলা রয়েছে।
অপরদিকে গতকাল সোমবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, চুরিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আরো ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামীরা হলোআসামীরা হলো- মো. সাদ্দাম হোসেন, মো. জিলানী, মো. আকবর আলী, মো. কাইয়ুম, মো. জাকির হোসেন, মনির হোসেন ও হুমায়ুন কবীর।
থানা সূত্রে জানাগেছে উপজেলার মোঃ কাইয়ুম, পিতা-ছাইদুর রহমান প্রকাশ ছফেদ মোল্লা, সাং-নিলখী লালবাগ, মামলা নারী শিশু মামলা নং-১০৬৩/১৪ এবং ২। জিআর-১৩৯/১৮ (মুরাদনগর) ০২টি পরোয়ানা মূলে গ্রেফতার।
জিআর-২৮/১৭(হোমনা) সংক্রান্তে আসামী ১। মোঃ জিলানী, পিতা-আঃ মতিন, মামলা ২। আলী আকবর প্রকাশ আলী, পিতা-মনির মিয়া, উভয়সাং-নালাদক্ষিন, থানা-হোমনা, জেলা-কুমিল্লা।
ননজিআর-১৪/১৯ সংক্রান্তে ১। মোঃ জাকির হোসেন, পিতা-জাহাঙ্গীর হোসেন, ২। মনির হোসেন, পিতা-মৃত নাজির হোসেন, উভয় সাং-আলীপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা।
মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মৃত শামসুল হক, সাং-নালাদক্ষিন, থানা-হোমনা, জেলা-কুমিল্লাকে পুলিশের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
ওসি (তদন্ত)মোঃ আমিনুর রসুল জানান, অস্ত্র,ডাকাতি সহ বিভিন্ন মামলার ৮ আসামীকে আজ মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।