মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।এ বছর হোমনা সরকারী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে মানবিক বিভাগে – জিপিএ ৩.০০, ব্যবসায় শিক্ষায়- ৩.৫০ এবং বিজ্ঞানে ৩.৫০ পয়েন্টের কম পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না । কলেজ কর্তৃপক্ষের এমন শর্তারোপের বিরুদ্ধে আজ দুপুরে হোমনা সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণিতে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । এতে কলেজ শাখা ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন । সমাবেশে বক্তাগন দ্রুত নতুন শর্ত প্রত্যাহার করে সবাইকে আবেদন করার সুযোগ দেয়ার দাবী জানানো হয় ।
এবছর এস এস সিতে মানবিক বিভাগে জিপিএ ২.৬৭ পাওয়া উপজেলার শ্রীমুদ্দি গ্রামের ফারুক আহাম্মদ জানান, গতকাল অনলাইনে আবেদন করার সময় তার আবেদন কম্পিউটারে গ্রহন করছে না। পরে জানতে পারলাম শর্ত পূরন না হওয়ায় আমার আবেদন কম্পিউটারে গ্রহন করছে না । আমি গরীব মানুষ দুরের কলেজে ভর্তি হলে অনেক টাকা খরচ হবে। এ শর্তের কারনে বাড়ির নিকটের কলেজ থাকা সত্বেও কলেজে ভর্তি হতে পরবো না।এতে আমার লেখাপড়া করা অনিশ্চিত হয়ে পড়েছে ।
জানা গেছে শিক্ষাবোর্ডে কলেজ কর্তৃপক্ষ এ ধরনের শর্ত আরোপ করে অনলাইনে দিয়ে রেখেছে । সদ্য সরকারী হওয়া এ কলেজের কোন পরিচালনা পরিষদ না থাকায় অধ্যক্ষ নিজেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন । তবে শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)
এ বিষয়ে অধ্যক্ষ মো. কামাল হোসেন জানান কলেজে শিক্ষার গুনগত মানউন্নয়নের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি । এ শর্তবলবত থাকলে শিক্ষার মানবৃদ্ধি পাবে ফলাফলও ভাল হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন,এমন শর্তের বিষয় আমার জানা নেই। অধ্যক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।