মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-(প্রতিনিধি)
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে ।মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।বিদায় সংবর্ধনা সভায় ক্লাবের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, ইউএনও আজগর আলী গেলো বছর অক্টোবর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে হোমনা উপজেলায় যোগদান করেন। ১০ মাস তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন শিক্ষাবান্ধন, উন্নয়ন কাজে বিশ্বাসী, সাংস্কৃতিকমনা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, ইউএনও আজগর আলী একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধি নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। তিনি অল্প দিনে হোমনায় যে কাজ করেছেন তা উদাহরন সৃষ্টি করেছেন । তার আন্তরিকতায় স্থানীয় সংসদ সদস্যেও সার্বিক সহযোগীতায় তাতুয়াকান্দিতে বে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন, দড়িচর উচ্চ বিদ্যালয় স্থাপন, উপজেলায় গেইট নির্মান, কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, মেধা অন্বেষনে বিজ্ঞান অলিম্পিয়াড, ও কুইজ প্রতিযোগীতা ও বিভিন্ন সময়ে মানবিক সাহায্য প্রদান করে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন । আশাকরি নতুন কর্মস্থলে গিয়েও এ উপজেলার মানুষের কথা ভুলবে না । যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবেন তিনি।
নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, হোমনার মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিকদের ও যে সহযোগীতা পেয়েছি তা কখন ও ভুলতে পারবো না । আমি যেখানেই থাকি আমার দরজা সবার জন্য সব সময় উম্মুক্ত থাকবে। পরে স্মৃতিস্বরুপ সাংবাদিকদের কে তাঁর ছবি খচিত চাবির রিং উপহার দেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী পার্শ্ববর্তী বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন।
জানাগেছে, এর আগে ইউএন আজগর আলীকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস, উপজেলা নন গেজেটেড ক্লাব, ইসলামীয়া দাখিল মাদ্রাসা, টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট, একটি বাড়ি একটি খামার এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । আজ বুধবার দুপুরে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে হোমনা ত্যাগ করেন ।