অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাকারী দুই সতিন আঙ্গুর বেগম ও জাহানারা বেগম পরাজিত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারী এই দুই সতিনের আসনে পদ্মফুল প্রতীকের প্রার্থী আঞ্জুয়ারা বেগম জয় লাভ করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা বুদারবান্নি গ্ৰামের ফজলু মিয়ার প্রথম স্ত্রী আঙুর বেগম কলম প্রতীক এবং তৃতীয় স্ত্রী জাহানারা বেগম তালগাছ প্রতীক নিয়ে নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বামী ফজলু মিয়া সমর্থন দিয়েছেন প্রথম স্ত্রী আঙ্গুর বেগমকে।
ফজলু মিয়া জানান, প্রথম স্ত্রী আঙ্গুর বেগম পেয়েছেন ১ হাজার ৭৮০ ভোট, তৃতীয় স্ত্রী জাহানারা বেগম পেয়েছেন ১ হাজার ৮ ভোট। বিজয়ী প্রার্থী আঞ্জুয়ারা বেগম পদ্মফূল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯২৫ ভোট। তৃতীয় স্ত্রী প্রার্থী না হলে প্রথম স্ত্রী আঙ্গুর বেগম বিজয়ী হতো বলে তিনি জানান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম বলেন, দুই সতিনের কেউই ভোটে জয় লাভ করতে পারেননি। তবে নারীদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।