তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ কালাপুর গ্রামবাসী প্রত্যেক দিনের মত গত ১৬ এপ্রিল নামায আদায় করতে মসজিদে আসেন। কিন্তু জুম্মা দিন সব সময়ের অধিক মুসল্লি উপস্থিতি ঘটবে জেনে শুনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহজালাল জামে মসজিদে নামাজ শেষে খুতবার পূর্বে হেফাজত ইসলামের কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে নাশকতা বিশৃঙ্খলা ঘটে এমন কর্মকান্ডের পরিকল্পনার আলোচনায় বাঁধা হয়ে দাঁড়ান শামীম নামে এক যুবক। বাঁধা দিয়ে সময়ক্ষেপন হয়নি চলে বেধড়ক মারধর।
তথ্য সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ মনিরের সন্তান যুবলীগ কর্মী শামীম আহমেদ।
এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মসজিদের ভিতরে হেফাজত ইসলামের কমিটি নিয়ে শামীম আহমদের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে নামাজ শেষে উৎ-পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে মসজিদে নামাজে আসা ও এলাকাবাসী মুসল্লিদের সহযোগিতায় যুবলীগ কর্মী শামীমকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নেওয়া হয়।
এ সম্পর্কে মসজিদের মোয়াজ্জেম গোলাম মোস্তফা (৬৫) কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
শামীম আহমেদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তদন্ত করে তার সত্যতা পাওয়া যায় বলে তদন্ত অছি হুমায়ুন কবির তা নিশ্চিত করেন। আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।