জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের পারকিউটেনিয়াস ট্রান্সভেনাস মাইট্রাল কমিসুরোটমি (পিটিএমসি) করা হচ্ছে। পাঁচদিনের এই সেবা শেষ হবে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আফজালুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডা. কানজি ইনোয়ি খ্যাতনামা চিকিৎসক। বিশ্বজুড়ে তাঁর সুনাম। তিনি হৃৎপিণ্ডে সরু হয়ে যাওয়া ভালভ সম্প্রসারণে বেলুন ক্যাথেটারের মাধ্যমে পিটিএমসি পদ্ধতির আবিষ্কার করেন। আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই। গত বছর নভেম্বরে প্রথমবার বাংলাদেশে আসেন ডা.কানজি। দ্বিতীয় দফায় এ মাসে বাংলাদেশে এসেছেন। এখন তিনি ঢাকায় আছেন।
১৯৮২ সালে ডা. কানজি ইনোয়ি প্রথমবার বেলুন ক্যাথেটারের মাধ্যমে পিটিএমসি করেন। তাঁর আবিষ্কৃত পদ্ধতি এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। কম সময়ে ও কম খরচে এই সেবা দেয়া যায়।
ডা. কানজি ইনোয়ির তত্ত্বাবধানে বাংলাদেশের হৃদ্রোগ চিকিৎসকদের নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঁচ দিনের কর্মশালা করা হয়েছে।
গত নভেম্বর মাসে অনুষ্ঠিত কর্মশালায় হৃদরোগ বিভাগের তরুণ ১৫ জন চিকিৎসক প্রশিক্ষণ নেন। ওই সময় বিনা মূল্যে ২৫ জন রোগীর পিটিএমসি করা হয়। এবারের কর্মশালাটি ২৭ জানুয়ারি শুরু হয়েছে। কাল কর্মশালা শেষ হবে। এবারও ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত তিনদিনে বিনামূল্যে নয়জন রোগীর পিটিএমসি করা হয়েছে। আরও দুদিন পর্যন্ত দরিদ্র রোগীরা এ সেবা পাবেন।