স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইর আছেন সৌম্য সরকার। ফের লাল সবুজের জার্সি গায়ে তোলার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল অনেক বড় মঞ্চ ছিল এই তারকা ক্রিকেটারের সামনে। কিন্তু বাদ হয়ে পড়েছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ওয়ানডে টুর্নামেন্টেও। সব মিলিয়ে এবার হুমকির মুখে পড়ে গেল তার ক্যারিয়ার।
আবাহনীর বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের একাদশে নাম নেই এই খেলোয়াড়ের। ব্যাটিংটা প্রত্যাশিত মানের না হওয়ায় আবাহনীর বিপক্ষে সৌম্যকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সাদা-কালো ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার আবাহনীর বিপক্ষে ম্যাচে ড্রপ করা হয়েছে সৌম্য সরকারকে।
সব কিছু ঠিক থাকলে তার এখন দক্ষিণ আফ্রিকা থাকার কথাও ছিল। কিন্তু ফর্মহীনতার কারণে এখন টেস্ট দলে তো পরের কথা, ওয়ানডে আর টি- টোয়েন্টি দলেও নেই সৌম্য। সর্বশেষ ওয়ানডে খেলেছেন এক বছরের বেশি সময় আগে, ২০২১ সালের ২৬ মার্চ ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের সাথে সে ম্যাচে সৌম্য আউট হয়েছিলেন মাত্র ১ রানে। টি-টোয়েন্টি দলেও নেই বিশ্বকাপের পর থেকেই। গত বছর ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (৮ বলে ৫) শেষবার লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সৌম্য। তারপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়ে উঠেনি তার।
ডিপিএলের নিজেদের সপ্তম ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে বাজে সময় পার করায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দর্শক হয়ে সময় পার করছেন সৌম্য।
প্রত্যাশা মেটাতে না পারায় সৌম্যর বিকল্প খুঁজেছে মোহামেডান। যেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন, ফর্মহীনতায় সেই জায়গাও হারিয়ে বসেছেন সৌম্য।