লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নির্বাচিত হয়েছেন শেখ নাইম কাশেম। তিনি গোষ্ঠীটির সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ‘শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, “তারা দোয়া করে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিক-নির্দেশনা দেন।”
নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল। তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।
হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম (৭১) ১৯৯১ সাল থেকে সংগঠনের উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ইরান সমর্থিত গোষ্ঠীটির একজন শীর্ষ নেতা।
২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করে দেন। তবে শেখ নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য দিতেন। ২৭ সেপ্টেম্বরের পরও তিনি তিন বার জনসম্মুখে বক্তব্য দিয়েছেন।
টেলিভিশনে দেওয়া সবশেষ এক ভাষণে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির কথা বলেছিলেন। আর যদি ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে হিজবুল্লাহ প্রস্তুত বলে হুঁশিয়ারিও দেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম