অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী উপজেলায় ঢাকা অভিমুখী নৈশ কোচের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও একই পরিবারের কন্যা শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। নাগেশ্বরী-সোনাহাট স্থলবন্দর সড়কের আলেপের তেপতি এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমন মিয়া ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকা অভিমুখী রিজভী পরিবহনের নৈশকোচটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালক আব্দুল জলিল (৫৫) ও যাত্রী সুমাইয়া (৪) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নিহত সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম (২৬), মা শাহনাজ বেগম (২২) ও দাদী সুফিয়া বেগম (৭০)। তাদের প্রথমে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়।
পরে, অবস্থার অবনতি হলে নিহত সুমাইযার পিতা শহিদুল ইসলাম এবং দাদী সুফিযা বেগমকে গুরুতর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনই মারা যান। একই পরিবারের ওই ৪ জন নাগেশ্বরীতে রোগী দেখে অটোরিকশায় চড়ে রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ী গ্রামের বাড়িতে ফিরছিলেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. নবীউল ইসলাম জানান, নৈশকোচের চাপায় অটোরিকশার চালক ও এক শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘাতক নৈশকোচ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।