বিশ্ব কুদস দিবসে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্র এটি নিশ্চিত করেছে। গাজা থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফিলিস্তিনি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া এর মাধ্যমে ইসরায়েলি হামলা মোকাবিলায় হামাস নিজেদের সামরিক প্রস্তুতির বার্তাও দিতে চেয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। সূত্র- পার্সটুডে।