দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের একজন কমান্ডার এবং ২ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আইডিএফ’র বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের নিহত তিনজন হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) নেতানেল ইয়াকভ এলকাউবি (৩৬), মেজর (অব.) ইয়ার কোহেন (৩০) ও সার্জেন্ট ফার্স্ট ক্লাস (অবস্থান) জিভ চেন (২৭) । তারা সকলেই দক্ষিণ গাজার ৬৩০তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে ১৩০ দিন ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও নতুন করে আলোচনা শুরু করেছে। এছাড়া ইসরাইলি সেনাদের গাজার সবশেষ নিরাপদ স্থান রাফাহতে ঢুকে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এরমধ্যেই প্রাণ হারালেন ব্যাটালিয়ন কমান্ডারসহ তিন সেনা। যা নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত চলমান এ যুদ্ধে ইসরায়েলের নিহত সৈন্যের সংখ্যা ২৩২ জনে পৌঁছেছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি