ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমাণ্য অপরাধে ১৩৫ টি মামলা দায়েরকরা হয়েছে। একযোগে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই মামলাগুলোতে বিভিন্নজনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শামীমা সুলতানাসহ লালমনিরহাট জেলা প্রশাসনের ৪ জন ম্যাজিস্ট্রেট-সাইয়েদা ফয়জুন্নেছা, জাহাঙ্গীর হোসেন, টি এম রাহসীন কবির এবং শহিদুল ইসলাম সোহাগ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার বড়খাতা, পারুলিয়া, মেডিকেল মোড়, দই খাওয়া, গোতামারী, নাওদাবাস, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী ও সানিয়াজান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি নির্দেশনা অমাণ্য করার অপরাধে ১৩৫ টি মামলা করেন। ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।