স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০টায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও খেলাটি দেখা যাবে।
নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় তুলে আসর শুরু করার লক্ষ্য দুই অধিনায়ক রোহিত শর্মা আর বাবর আজমের। সেই সাথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে বাড়তি উন্মাদনা তো আছেই দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে।
এশিয়া কাপের মঞ্চে মোট ১৫ বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আর তাতে জয়ের পাল্লা ভারি ভারতেরই। ৮ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৫ বার। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ওই আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। তবে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
তাই সাম্প্রতিক ফর্ম আর অতীত রেকর্ড দুটোই আমলে নিলে এবার কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। বরং ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেটা নিয়ে আলোচনা থাকে, বরাবরের মতো সেই চাপ নিয়েই আলোচনাটা বেশি।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি