উত্তর কোরিয়া মধ্যবর্তী-পাল্লার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ত্বরান্বিত করবে। স্থানীয় সময় সোমবার পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি এর শব্দের চেয়ে ১২ গুণ গতিতে প্রায় ১৫০০ কিমি. উড়তে সক্ষম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর তথ্যমতে, সমুদ্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্বে ১১০০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল। কেসিএনএ বলছে, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন তৈরিতে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী যার কারণে এটি যেকোনো কঠিন প্রতিরক্ষা বাধা ভেদ করে প্রতিপক্ষের উপর একটি গুরুতর সামরিক আঘাত হানতে পারবে।
বিশ্লেষকরা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উদ্বেগজনক মনে করছেন বিশ্লেষকরা। কারণ এতে ব্যবহৃত প্রযুক্তির অ্যাক্সেস খুব কম দেশের রয়েছে। সিউলের উত্তর কোরিয়ার স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং মু-জিন বলেছেন, “এই ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তার অন্যতম কারণ হলো, বর্তমানে শুধুমাত্র রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এতে ব্যবহৃত প্রযুক্তিটি রয়েছে।”
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির মতে, দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) স্বীকার করেছে যে উত্তর কোরিয়া হাইপারসনিক অস্ত্রটিতে কিছু প্রযুক্তিগত অগ্রগতি করেছে বলে মনে হচ্ছে এবং সেই অর্জনে তারা রাশিয়ার সহায়তা অস্বীকার করেনি। তবে কেসিএনএ-র প্রতিবেদনটি সম্ভবত অতিরঞ্জিত ছিল বলে মনে করছেন তারা। ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। রাশিয়া এবং উত্তর কোরিয়া গত বছর একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়া উত্তর কোরিয়াকে আরও উন্নত অস্ত্র প্রযুক্তি হস্তান্তর করতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিস্তারিত বিশ্লেষণ দক্ষিণ কোরিয়ার প্রধান সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হবে। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশের প্রতিরক্ষার অংশ হিসেবেই এই পরীক্ষা । এটি আত্মরক্ষার একটি পরিকল্পনা, আক্রমণাত্মক কোনা পরিকল্পনা বা পদক্ষেপ নয়।
আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি