ডিবিএন ডেস্কঃ সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ হামলার এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, আজ সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ব্যাড়িকেডের কারণে দক্ষিণ পৈরতলা রেলগেটে থামে। এসময় হরতালকারীরা চারদিক থেকে ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং ট্রেনের কাছাকাছি চলে আসে। পরে হরতালকারীরা ট্রেনের প্রতিটি বগিতে হামলা ও ভাঙচুর করে। পরিস্থিতি অবনতি হতে থাকায় ট্রেনটিকে পুশব্যাক করে ভৈরব রেলওয়ে জংশনে নেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পুনরায় ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আপাতত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।