বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ইনজুরির কারণে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এর পরে, তিনি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে ফিরে যান। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার ক্যাপ্টেন।
আজ বুধবার বিসিবিতে আসেন সাকিব। শেরে-ই বাংলায় আসার পর শুরুতে ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। এরপরেই হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে, জাতীয় দলের টিম ডিরেক্টর ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন টাইগার অধিনায়ক।
বিসিবিতে সাকিব এসেছিলেন আঙুলে ব্যান্ডেজ নিয়েই। শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল সাকিব। এই ইনজুরির কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও।
বিসিবির চিকিৎসক সূত্রে জানা গেছে, সাকিব আজ মূলত বিসিবিতে গিয়েছিলেন আঙুলে লাগানো স্প্রিং বদলানোর জন্য। সে সময় তিনি জানান, কমপক্ষে তিন সপ্তাহ আঙুলে ব্যান্ডেজ নিয়েই ঘুরতে হবে সাকিবকে, যার দুই সপ্তাহ এরই মধ্যে পেরিয়ে গেছে। অর্থ্যাৎ আরও এক সপ্তাহ আঙুল ব্যান্ডেজ করাই থাকবে তার।
সেই চিকিৎসক আরও জানান, সাধারণত তিন সপ্তাহ পর ব্যান্ডেজ খুলে এক্স-রে করা হয়। সে হিসেবে আর এক সপ্তাহ পরে সাকিবের চোট পাওয়া আঙুল এক্স-রে করা হবে। এরপরেই তার ইনজুরির সবশেষ অবস্থা নিয়ে জানা সম্ভব।
আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ফিরতি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সে সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নির্ভর করছে এক সপ্তাহ পর আঙুলের এক্স-রে করার পরই।
মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল হক বিজয়ের সঙ্গেও দেখা গেছে সাকিবকে। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মোসাদ্দেক।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম