হঠাৎ করেই পদত্যাগ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মেয়াদ শেষ হবার তিন বছর আগেই সোমবার (৭ জানুয়ারি) পদত্যাগের কথা জানান তিনি।
তবে, কি কারণে এই সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। এক বিবৃতিতে সংস্থাটির সবাইকে ধন্যবাদ জানিয়ে কিম বলেন, আগামী দিনে বিশ্বের দরিদ্র মানুষের জন্য কাজ করে যাবেন তিনি।
এর আগে ২০১২ সালে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম। ২০১৭ সালে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হন তিনি।
এর আগে ২০১২ সালে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম। ২০১৭ সালে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হন তিনি।
এদিকে, এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিওভা।