দিন যতো ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপকে ঘিরে বিতর্ক আরও বাড়ছে। শ্রম আইন এবং ব্যবস্থাপনা নিয়ে কাতারের বিরুদ্ধে শক্ত অবস্থানে ইউরোপ।
সম্প্রতি কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে মার্সেই, প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহর। শহরে ‘ফ্যান জোন’ না করাও ঘোষণা দিয়েছে দেশটির শহরগুলো।
যেখানে যৌনজীবন মুক্ত নয়, সেখানকার খেলা দেখে আমরা উপভোগ করতে পারি না।
বার্লিনের ফারগো ফুটবল বারের মুখপাত্র জসচিক পেচ
এছাড়া জার্মানির ফুটবল পানশালাগুলোও টিভি সম্প্রচার বন্ধ রেখেছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে কাতার বিশ্বকাপের নির্মাণশ্রমিক ও এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।
বার্লিনের ফারগো ফুটবল বারের মুখপাত্র জসচিক পেচ-এর বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে বিশ্বকাপ আয়োজনের পক্ষে নই আমরা। তারা এমনভাবে নিজেদের তুলে ধরছে, যেটা আসলে তারা নয়।
যেখানে যৌনজীবন মুক্ত নয়, সেখানকার খেলা দেখে আমরা উপভোগ করতে পারি না। এ ছাড়া মার্সেইয়ের মেয়র বেনয়ট পায়ান এক বিবৃতিতে তার শহরে বিশ্বকাপ বর্জনের কথা জানিয়েছেন। এতে বলা হয়, কাতারের এই টুর্নামেন্টটা মানবিক ও পরিবেশগত বিপর্যয়ে মোড় নিচ্ছে। খেলা, বিশেষ করে ফুটবলের মাধ্যম যে মূল্যবোধ ছড়িয়ে পড়ার আশা আমরা করি, কাতার সেটির সঙ্গে সংগতিপূর্ণ নয়।