আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বড় বড় বেশ কয়েকটি নিউজ ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না আজ মঙ্গলবার থেকে। ফিনান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস, দ্য ভার্জ এবং ব্লুমবার্গ নিউজ আজ ক্রাশ করে। বিশ্বের কোথাও থেকে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সিএনএন এবং ফ্রান্সের লে মন্ডে ওয়েবসাইটে প্রবেশ করতেও সমস্যা হচ্ছে। গ্রিনিচ মান সময় ১০টার দিকে এসব ওয়েবসাইটে ঢুকলে “৫০৩” এরর বার্তা দেখাচ্ছে। খবর আল জাজিরার।
আল জাজিরা জানিয়েছে, তাদের নিজেদের ওয়েবসাইটেও ঢুকতে সমস্যা হচ্ছে আজ।
এছাড়া খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটেও ঢুকতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যামাজনের মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া রেডডিট, পিন্টারেস্ট, টুইচ, পেপাল এবং শপিইফও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
Breaking: the internet. Huge parts of the web are currently offline, including Reddit, Twitch, and (regrettably) The Verge. We'll keep you posted 👍
— The Verge (@verge) June 8, 2021
এদিকে, ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ সমস্যার মুখে পড়েছে। ব্রিটেনের অন্যান্য বেশ কিছু নিউজ ওয়েবসাইট লোডিংয়ে সমস্যা হচ্ছে। তবে কি কারণে এসব ওয়েবসাইটে সমস্যা হচ্ছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এর কারন খুজে বের করার চেষ্টা চলছে।