মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, হংকংয়ের কাছে তার দেশ স্পর্শকাতর অস্ত্র বিক্রি করা বন্ধ করে দেবে। এখন যুক্তরাষ্ট্র কোনমতেই আর হংকংকে চীন থেকে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড মনে করে না।
গতকাল (সোমবার) এক বিবৃতিতে পম্পেও বলেন, বেইজিং যেহেতু জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অস্ত্র বিক্রি করার আর কোনো সুযোগ নেই।
পম্পেও বলেন, চীনের কাছে যেসব অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আছে হংকঙয়ের ব্যাপারে এখন থেকে একই নীতি অনুসরণ করবে ওয়াশিংটন এবং আজ থেকে হংকংয়ের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়া হবে।
মাইক পম্পেও বলেন, আমরা কোনমতেই হংকংয়ের কাছ থেকে চীনের কাছে এ ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র ও প্রযুক্তি চলে যাক সে ঝুঁকি নিতে চাই না। সুত্রঃ পার্সটুডে।