আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে লাদাখের শ্যাওক নদীর কাছে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে উল্টে নিচে পড়ে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মে) তুর্তুক সেক্টরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ২৬ জন সেনার একটি দল নিয়ে গাড়িটি পারতাপুর ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের অগ্রবর্তী এলাকার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ৬০ ফুট গভীর নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বিমান বাহিনী আহতদের পারতাপুর ফিল্ড হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৭ জন ভারতীয় সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি। আমরা শোকাহত পরিবারের সঙ্গে আছি। আমি আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং চীন এর মধ্যে ২০২০ সালের জুনে ঘটা এক মারাত্মক যুদ্ধে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সৈন্য নিহত হওয়ার পর হিমালয় অঞ্চলে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।